প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২০, ১১:৪৫ এ.এম
মাগুরায় সামাজিক দলাদলির প্রতিহিংসায় একজন নিহত
মাগুরায় সামাজিক দলাদলির প্রতিহিংসায় একজন নিহত
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
মাগুরার জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর পিয়াদাপাড়া গ্রামে সামাজিক দলাদলির প্রতিহিংসার শিকার হয়ে সোমবার রাতে মাসুদ শেখ (৩৬) নামে এক ভ্যান চালক খুন হয়েছে। সে পিয়াদাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।
সরেজমিন অনুসন্ধান করে জানা যায় যে জমিজমা ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পিয়াদাপাড়া গ্রামটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে কালাম মেম্বর এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নূর মোহাম্মদ। নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধা আনুমানিক ৬টায় ভ্যানচালক মাসুদ শেখ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নহাটা থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামে পৌঁছালে তাঁকে একাকি পেয়ে কালাম মেম্বরের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, ভ্যানচালক মাসুদ শেখের সাথে কারো কোন শত্রুতা ও কথা কাটাকাটি বা কোনো রকম ঝামেলা ছিল না।সে মাতবর নূর মহম্মদ সমাজিক দলের সদস্য।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষাতথ্য টিভি