সালমানকে খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
ফাইল ছবি
করোনাকালে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের হার্টথ্রব সালমান খানের। এরমধ্যে আবার
তাকে খুন করার জন্য এক ব্যক্তি মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকী সালমানকে পৃথিবী
থেকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। তবে
তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ।
ফিল্মফেয়ারের
প্রতিবেদন বলছে, সালমানকে হত্যার ছক কষা ওই ব্যক্তির নাম রাহুল আলিয়াস
সাঙ্ঘি ওরফে বাবা আলিয়াস সুন্নি (২৭)। ১৫ আগস্ট উত্তরাখণ্ড থেকে রাহুলকে
গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রাজস্থানের ভিওয়ানির বাসিন্দা রাহুল সালমানকে খুনের পরিকল্পনায় জড়িত।
ডিসিপি
হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার
প্রবীনকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয় রাহুলকে। গ্রেপ্তারের পর জেরার
সময়ই প্রকাশ্যে আসে সালমানের খুনের পরিকল্পনা।
চলতি বছরের জানুয়ারি থেকেই সালমানকে খুনের পরিকল্পনা শুরু হয় বলে স্বীকার করেন রাহুল।
লকডাউনের
আগে থেকেই পানভেলের ফার্ম হাউসে অবস্থান করছিলেন সালমান খান। সম্প্রতি
তিনি মুম্বাই ফেরেন। শোনা যাচ্ছে, বিগ বস-এর নতুন মৌসুমের উপস্থাপনার কাজ
শরু করবেন এ অভিনেতা। পাশাপাশি করবেন ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর
শুটিংও।