প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২০, ২:৩৯ এ.এম
রাস্তার বেহাল অবস্থা নজর নেই রাজনৈতিক ব্যক্তিদের
নাটোর গুরের আরোত থেকে মাঝদিঘা,মির্জাপুর,দিয়ে মমিনপুর হাট পযন্ত রাস্তার দীর্ঘ দিন যাবত বেহাল অবস্থা।
নাটোর গুরের আরোত হতে বনবেলঘুরিয়া,পনরিতগ্রাম,বাসুদেবপুর হয়ে নলডাঙ্গা উপজেলা পর্যন্ত রাস্তার দীর্ঘ দিন যাবোত চলাচলের অনুউপযোগী হয়ে আছে। বাংলাদেশে রাস্তার উন্নয়ন মুলক কাজের দায়ীত্ব নলডাঙ্গা,নাটোরে কোনো সরকারি কমকর্তা নিয়োগ দেয়া বা দায়িত্ব দেয়া আছে কি জনগন জানতে চায় আর কতো দুর্ঘটনা ঘোটলে মানুষের যানবাহনের ক্ষতি ব্যাবসা বানিজ্যর ক্ষতি রুগি নিয়ে হাসপাতালে যাবার ব্যবস্থা কবে হবে। জনগন যানতে চায়।
শিক্ষাতথ্য টিভি