প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২০, ৯:২২ এ.এম
মাগুরা লক্ষীকান্দর থেকে ভুয়া মেজর আটক
মাগুরা লক্ষীকান্দর থেকে ভুয়া মেজর আটক
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
পুলিশের একটি দল বুধবার ১৯ই আগষ্ট মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর ভুয়া মেজর জেনারেল পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে।
নীলকান্ত ওরফে নীলে ৩২ ওই গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পারভেজ জানান, ওই যুবকের বিরুদ্ধে সেনাবাহিনীর মেজর জেনারেল পদ ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার তাকে নিজবাড়ি থেকে হাতে নাতে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে। প্রতারক চক্রের এই সদস্য স্মার্ট ফোন ব্যবহার করে সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, আটককৃত সেনাবাহিনীর ভুয়া মেজর জেনারেল নীলকান্ত ওরফে নীল আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তিনি, বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক পদ্ধতি ও কলাকৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
শিক্ষাতথ্য টিভি