মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এর ধাঁচে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ক্রয় করা হচ্ছে বোয়িং-এর বিশেষ বিমান।
এই বিশেষ বিমানটি ব্যবহার করবেন দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। এর
নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান।
ভারতের চাহিদা মতো দুটি ৭৭৭-৩০০ বিমান পাঠাচ্ছে বোয়িং। সবকিছু ঠিকঠাক
থাকলে আগামী সপ্তাহেই একটি বিমান পৌঁছাবে ভারতে। অন্যটি পৌঁছাবে বছরের
শেষে।
বিমানটিতে থাকবে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম। একে বলা হচ্ছে লার্জ
এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজারস। থাকছে স্যাটেলাইটের মাধ্যে
যোগাযোগ ব্যবস্থা। একবার জ্বালানি ভরলে একটানা উড়তে পারে টানা ১৭
ঘণ্টা।
এই বিশেষ বিমানের ভেতরে থাকছে একটি বড় কন্ফারেন্স হল, একাধিক কেবিন,
দুটি মেডিকেল সেন্টার, অস্ত্রোপচারের ব্যবস্থা। থাকছে অডিও-ভিডিও
যোগাযোগ ব্যবস্থা। এই ব্যবস্থা হ্যাক করা যাবে না।
সূত্র: জিনিউজ।