প্রতি বছরের মতো এবারে ঝমকালো আয়োজনে গণেশ পূজা করেছেন বলিউড তারকা সালমান খান
ঝমকালো আয়োজনে গণেশ পূজা শেষে সালমানের মিষ্টি বিতরণ
অনলাইন ডেস্ক
প্রতি বছরের মতো এবারে ঝমকালো আয়োজনে গণেশ পূজা করেছেন বলিউড তারকা
সালমান খান। গণেশ পূজায় আরতি থেকে বিসর্জন সবকিছুতেই ছিল তার উপস্থিতি।
পূজা শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।
পূজায় সালমানের বাবা সেলিম খান, মা সালমা, সৎ মা হেলেন, দুই ভাই সোহেল ও
আরবাজ, বোন অর্পিতাসহ খান পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। এর বাইরে
সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর, বলিউড নায়িকা জ্যাকুলিন
ফার্নান্দেজ ও ডেইজি শাহকেও দেখা গেছে খান পরিবারের গণেশ পূজায়।
খান পরিবারের গণেশ পূজা দেখতে মিডিয়াকর্মীরাও জড়ো হোন। তাদের সামাজিক দূরত্ব মেনে চলার কথা মনে করিয়ে দেন সালমান।
গণেশ পূজায় খান পরিবারের সদস্যদের আরতির ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category