ওসি প্রদীপসহ সাত পুলিশ আবার ৪ দিন
কক্সবাজারে
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার
দাশসহ সাত পুলিশসদস্যের পুনরায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার
তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে এই আদেশ
দেন আদালত।
সোমবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
মামলার সাত আসামিকে হাজির করে র্যাব। তাঁরা হলেন, টেকনাফ থানার বরখাস্ত
হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির
ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত ও
এসআই লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল
মামুন।
র্যাব
আদালতের কাছে আসামিদের পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে
আদালতের বিচারক তামান্না ফারাহ বেলা সাড়ে তিনটায় আসামিদের চার দিনের
রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর
করেছিলেন। ইতিমধ্যে এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও
আবদুল্লাহ আল মামুনের রিমান্ড শেষ করে র্যাব। গত কয়েক দিন তাঁরা জেলা
কারাগারে ছিলেন। সোমবার সকালে কারাগার থেকে তাঁদের আদালতে নেওয়া হয়। আর সাত
দিনের রিমান্ড শেষ করে সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ,
লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকেও আদালতে নিয়ে যায় র্যাব।