প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২০, ৫:০৫ এ.এম
মাগুরার শালিখায় জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
স্টাফ রিপোর্টার মাগুরা
মাগুরার শালিখায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শালিখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন ও সেকেন্দার আলির নেতৃত্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার শতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা যায়, ইউপি সদস্য আকরাম হোসেন ও সেকেন্দার আলী এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে গতকাল রবিবার ও আজ সোমবার তাদের দুজনের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। ওবায়দুর ,জসিম, ইয়াকুব আলীকদর,আক্তার,রাজ্জাক মিয়া,জিল্লুর রহমান, আলীরাজ মর্জিনা,আবু কালাম,আমজাদ মোল্লা সহ ১০ থেকে ১২ জন আহত
হয়েছে। আহতদের সবাইকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে । এদের মধ্যে জসিম ওবায়দুর ইয়াকুব কে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, আজ বুধবার সকালে শতপাড়া গ্রাম থেকে আহত অবস্থায় ১২ জন রোগী এখানে ভর্তি হয়েছে, তাদের মধ্যে জসিম , ইয়াকুব, ওবায়দুর কে তাদের ইচ্ছার ভিত্তিতে মাগুরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এ ব্যাপারে সেকেন্দারের আলীর মেয়ে অন্তরা খাতুন বলেন, আজ বুধবার সকালে আকরাম মেম্বার ও তার সঙ্গীয় লোকজন আকস্মিকভাবে আমার বাবা, চাচা ও ভাইদের উপর আক্রমণ করে এবং কারো
কোনো কথা না শুনে তারা অমানুষিকভাবে মারতে থাকে। অপরদিকে ইউপি সদস্য আকরাম হোসেন বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর আক্রমণ করেছে।শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, চাচাতো ভাইদের মধ্যে জমিজমা নিয়ে এঘটনা ঘটেছে তবে পরিস্থিতি এখন শান্ত আছে এবং আমাদের পুলিশ বাহিনী সেখানে সর্বক্ষণ অবস্থান করছে।
শিক্ষাতথ্য টিভি