মাগুরায় পাখি প্রেমিক ওহিদুর রহমান
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
মাগুরায় দোয়ারপাড় কারিগর পাড়া মোঃ ওহিদুর রহমান চাকরির আশা ছেড়ে দিয়ে। নিজেই নিজের কর্মসংস্হান হিসেবে পাখি পালন বেছে নিয়েছে। প্রথমে সে একটি ইউটিউব চ্যানেলর মাধ্যমে জানতে পারে পাখি পালন একটা লাভজনক ব্যবসা। নিজের ইচ্ছা ও মেধাকে কাজে লাগিয়ে, দুই জোড়া বাজরিকা পাখি, নিজের গৃহে পালন শুরু করে। প্রতিমাসে আট জোড়া বাচ্চা পেয়ে থাকে। এভাবে ধীরে, ধীরে, বিভিন্ন জেলা থেকে, হরেক প্রজাতির পাখি সংগ্রহ করে। পাখির খামার স্হাপন করে। পাখির মধ্যে রয়েছে, বাজরিকা, ককটেল, ফ্রিন্চ মুনিয়া, ডাব ঘুঘু,অস্ট্রেলিয়ান ঘুঘু, এছা
Add caption |
ড়া দেশি, বিদেশী কবুতর। প্রায় দুই হাজার পাখির সমাহার নিয়ে তার খামারে বিচরন করছে।
ইতোমধ্যে সে পাখি বিক্রি শুরু করেছে। প্রতিমাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করে। স্বল্প সময়ে, অল্প ব্যয়ে নিজেই খামার পরিচালনা করেন।
যারা পাখিকে ভালোবাসে,পাখি পালন করে নিজে স্বাবলম্বী হতে চাই। তাদের জন্য পাখি প্রশিক্ষনের ব্যবস্হা করেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category