প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২০, ১২:৫০ পি.এম
অনলাইন ডেস্ক নিজস্ব প্রতিবেদক গিয়াস উদ্দিন
দেশের ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ২৫১৯ ও মৃত্যুর সংখ্যা ৫৪
মোহাম্মদ গিয়াস উদ্দিন চট্টগ্রাম ব্যুরো চিফ
দেশে ২৪ ঘন্টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫১৯, এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এবং মৃত্যু হয়েছেন ৫৪ জনের। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৬ আগস্ট) বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৭২০ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ১৯৬ জন।
Md Gias u
শিক্ষাতথ্য টিভি