মাগুরায় ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন
মোঃরনি আহম্মেদ রাজু ক্রাইম রিপোর্টার
শুক্রবার ২৮ই আগষ্ট মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজনান্দুয়ালী গ্রামের পশ্চিমপাড়া ফুটবল মাঠে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে ইলেভেনে স্টার স্পোর্টিং ক্লাবের পথচলা শুরু হয়। ফুটবল টুর্নামেন্ট ও ইলেভেনের স্টার স্পোর্টিং ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌরসভার মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাকিব হাসান তুহিন, মহিলা কাউন্সিলর সংরক্ষিত মনিরা বেগম শাবানা, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব এইচ,এন কামরুল ইসলাম।
ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা এবং প্রধান সমন্বয়ক নীজনান্দুয়ালী গ্রামের তারুণ্যের অহংকার যুব সমাজের আলোর পথে পরিচালনার জন্য নিবেদিত প্রাণ জনাব মোঃ নাজমুল শিকদার। নাজমুল শিকদার ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব এর মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো জানান ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যমী সকল সদস্যের সহযোগিতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দিকনির্দেশনা মতে সামনের দিনগুলোতে বেশি বেশি করে ভালো কাজ করতে চাই।
তিনি জানান আমার সঙ্গে যে সকল সদস্য সর্বাত্মকভাবে এই ক্লাবটি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সামনের দিনগুলোতে তাদেরকে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা বিশেষভাবে ক্লাব প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন তাদের নাম উল্লেখ করতে গিয়ে জনাব চান্দু বিশ্বাস, আকাশ বিশ্বাস, হাসান, জামির, রাজু, নাহিদ এর নাম উল্লেখ করেন। এছাড়াও যারা তাঁর সঙ্গে আছেন সকলকে সামনের দিনগুলোতে ভাল কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category