প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২০, ১:২৩ পি.এম
নবজাতকসহ প্রসূতি মহিলাকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক গিঢাস উদ্দিন
নবজাতকসহ প্রসূতি মহিলাকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করলেন পঞ্চগড় থানার পুলিশ।
ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে,আমাদের দেশের পুলিশ ভাইয়েরা এখন ভালো কাজের
প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন,কোন থানা থেকে কোন থানা বেশি ভালো কাজ করতে পারে, কে বেশি সম্মানিত হতে পারে। যারা খারাপ পুলিশ অফিসার আছেন তারা তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার।
আজ ২৯ আগস্ট পঞ্চগড় সদর থানাধীন করতোয়া ব্রীজের নিচে (পিলারে) মানসিক ভারসাম্যহীন একজন মহিলা সন্তান প্রসব করেন। সংবাদ পেয়ে সদর থানার এসআই ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ, এসআই শামীম মন্ডল ও এএসআই মতিউল ইসলামসহ পুলিশের একটি টিম ব্রীজের নিচে গিয়ে প্রসূতি মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় নবজাতকসহ উদ্ধার করে ব্রীজের কিনারায় নিয়ে আসেন। এরপর পুলিশের সাথে পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি টিম যুক্ত হয়। পুলিশ মা ও শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আজ বিকাল ০৪:৩০ ঘটিকায় পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাব সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় মা ও শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দেখতে যান। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
শিক্ষাতথ্য টিভি