ইমান উদ্দীন
মাগুরা প্রতিনিধি।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের সাবেক ১এর ২নং ওয়ার্ড আওয়ামী-লীগের উদ্যেগে বড়খড়ি প্রাথমিক বিদ্যাল মাঠে ৪৫তম জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আ,লীগের সভাপতি জনাব আব্দুল খালেক বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা ৭১,ও সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান উপধাক্ষ্য উত্তম কুমার,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জনাব আছাদুজ্জামান কিশর,মঘি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নুরুল ইসলাম নান্নু মিয়া,মাগুরা আওয়ামী সাংস্কৃতি ফোরামের আহবায়ক কবি গোলাম নবী প্রমুখ।
বক্তারা জানান, স্থপতি জাতীর জনক শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে বিপদগামী কিছু সেনা সদস্য তাকেসহ তার পরিবারকে হত্যা করে। কিন্ত ঘাতকেরা জানেনা শেখ মুজিবুর রহমানকে মারলেও তার আদর্শকে মারতে পারেনি।বাংলাদেশ যতদিন রবে ততদিন শেখ মুজিব এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গাথা থাকবে।মুজিব একটি আদর্শ। সেই আদর্শই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর।এ ছাড়া উপস্থিত ছিলেন,সাবেক মাঘি ২নং ওয়ার্ড মেম্বার জনাব শ্রী সুবল কুমার,মঘি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জনাব আতিয়ার রহমান,বগিয়া ইউনিয়নের শ্রমিলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম,জগদল ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুদ রানা,
মাগুরা সদর উপজেলা জাতীয় শ্রমিলীগের সাইফুল ইসলাম সাগর,মাগুরা রিপোটার্স ইউনিটির সিনিয়র সাংবাদিক শামীম শরীফ,বীর মুক্তিযোদ্ধা বদও উদ্দিন.মাতব্বর জহুর মোল্যা,আবুল মোল্যা,সংবাদপত্র হকার ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান,মাষ্টার তৈয়েবুর রহমান,আকাম বিশ্বাস,নজরুল মোল্যা,মোমিন উদ্দিন মোল্যা,সিহাব মোল্যা ,ছামছেল মোল্যা,টকন মোল্যা,মছিয়ার বিশ্বাস,হাশেম বিশ্বাস প্রমুখ।
সর্বশেষ বঙ্গন্ধুর পরিবার ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করেন মৌলভি আহম্মদ বিশ্বাস।