মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
বার্তা সংবাদ
ইন্টারন্যাশনাল ডেস্ক, চলে গেলেন সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ সোমবার (৩১ আগস্ট) এক টুইট বার্তায় তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সারা ভারতের মানুষের প্রার্থনা দোয় সত্ত্বেও এইমাত্র আমার বাবা প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণব মুখার্জিকে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা যায়, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি
এরপর কখনও কখনও শারীরিক অবস্থার উন্নতি খবর মিললেও কখনও কখনও প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে মূত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর কিন্তু যাবতীয় লড়াই সত্ত্বেও হাসপাতালে ভর্তির ২২ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের এই কিংবদন্তি রাজনীতিক