সেনা সদস্যের আদালতে স্ত্রীকে খুনের স্বীকারুক্তি
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরার শালিখার মিমের মৃত্যুর রহস্য উদঘাটন হয়েছে। স্বামী পিন্টুই হত্যা করে পুকুরে ফেলে দেয় মিমকে, আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মিমের শশুর মান্নান কাজী। এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গতকাল নিহত মিমের শশুর মান্নান কাজী কে আদালতে উঠালে তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। মূল আসামী এখনো পলাতক রয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য গত ৩০ আগষ্ট শালিখা উপজেলার শতখালী গ্রামে জরিপ মোল্লার বড় মেয়ে মিমের(২০)লাশ সকাল ১১ টায় পুকুর থেকে উদ্ধার করে শালিখা থানা পুলিশ, পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হলে ময়নাতদন্ত শেষে গত ৩১আগষ্ট বিকালে জানাযা শেষে পিতার বাড়ী দাফন সমপন্ন করা হয় মিমের লাশ। জানা যাই গত চার বছর পূর্বে পারিবারিকভাবে মিমের(২০) বিয়ে হয় একই উপজেলার তালখড়ি ইউনিয়নের ভরতপুর পিয়ারপুরের গ্রামের মান্নান কাজীর ছোট ছেলে রাশেদুজ্জামান পিন্টুর সংগে। সে বর্তমান সেনাবাহিনীতে কর্মরত ছিল বলে এলকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category