কলেজপাড়া হতে মোবাইল ছিনতাই
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরা কলেজ পাড়া হতে প্রাইভেট শেষে আলফাইজ আসিফা ও তার বান্ধবী যাবার পথে মোবাইল ফোনটি কিছু টাকা ছিনতাই করে নিয়ে যায় মেয়েটির বাবার নাম মোকাদ্দেস হোসেন মাতা রেশমা আক্তার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে সে এবং তার বান্ধবী দুইজন প্রাইভেট শেষে যাবার পথে রিকশায় থাকা একটি ছেলে ও একজন রিক্সাওয়ালা তাদের সামনে দুই তিনবার রিক্সা আর করে দিয়ে থামাবার চেষ্টা করে তারপর ছেলেটি তার গলায় চাকু ধরে তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ও কিছু টাকা কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আশেপাশের লোকজন দেখে তাদের ধাওয়া করলে রিক্সা থাকা ছেলেটি পালিয়ে যাই ও রিক্সাওয়ালা কে ধরে মাগুরা সদর থানায় নিয়ে আসে পরে পুলিশ রিকশাওয়ালাকে লকআপে রেখে দেয় ও পুলিশ জানায় ওই রিক্সাওয়ালার আগেও পাঁচ সাতটা মামলা আছে এই ব্যাপারে মেয়েটি মা ও মেয়ে মাগুরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category