প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৬:০৫ এ.এম
খুলনায় ডিবি পুলিশের হাতে গাঁজাসহ মাদক সেবক আটক
ক্রাইম রিপোর্টার
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮ই সেপ্টেম্বর গাঁজা ও ১টি মোবাইল ফোন সহ ১ জন গ্রেফতার।
নেশার ফাঁদে পড়বে যারা
সব হারিয়ে মরবে তারা
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল পাইকগাছা থানাধীন কালুয়া দক্ষিন পাড়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সাক্ষী সত্যরঞ্জন মন্ডল এর বাড়ীর সামনে পাইকগাছা টু কয়রাগামী পাঁকা রাস্তার উপর থেকে আসামি অহিদুল ইসলাম গাজী৩৮পিতা- মৃত নওশের আলী গাজী সাং- হরিয়ানগর (হড্ডি), আমাদি ৭ নং ওয়ার্ড, থানা-কয়রা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার ডান হাতে থাকা সাদা রংয়ের ছোট শপিং ব্যাগের মধ্যে থেকে কালো কসটেপ সহকারে বাঁশ পাতার কাগজ দ্বারা মোড়ানো ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাজা এবং ব্যবহৃত মোবাইল ফোন নিজ হাতে বের করে দিলে অত্র মামলার বাদী উক্ত গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক রাত্র আট টা বিশ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
শিক্ষাতথ্য টিভি