প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৫:৩৬ এ.এম
যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহি বাস ও পাজেরো জীপের মুখোমুখি সংঘর্ষেে যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৪ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, ঢাকা তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখিঁ আক্তার ২০যশোর জেলার আরিফুল ইসলাম ৩৪ বাকি ১ জন পুরুষের পরিচয় এখনও জানা যায়নি। আহত একজন হলো- মগফিরাত নওরিন ৩৫
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ। তিনি জানান- সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো জীবের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে আরও ২ জন মারা যান।
শিক্ষাতথ্য টিভি