প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২০, ৮:৫৭ এ.এম
মাগুরা শালিখায় গৃহবধূকে স্বামী উপস্থিতে গণধর্ষণ
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামে গৃহবধূকে স্বামী নিজে উপস্থিত থেকে গণধর্ষণ করিয়েছে বন্ধুদের সঙ্গে নিয়ে। গত ৩০ শে আগষ্ট রাতে পাষন্ড স্বামী টুকু (৩০)তার সঙ্গে ৩-৪জন বন্ধুদের নিয়ে পালাক্রমে দর্ষন করে।গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিন জনের নামে একটি মামলা করেছেন।যানা যায় ধর্ষকরা তাকে হত্যা চেষ্টা চালায়।এ সময় পালিয়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করে বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেন,পিতা-সাদেক আলীর বাড়িতে উঠেন।
সেখান থেকে ভাইয়েদের যানান এবং বাপের বাড়ির লোকজন এর সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হয়।
শিক্ষাতথ্য টিভি