প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২০, ৬:০৩ এ.এম
মাগুরা শ্রীপুরের গাঁজা গাছসহ যুবক আটক
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরা শ্রীপুরে গাঁজার গাছসহ সুজাত জোয়ারদ্দার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক ওই গ্রামের ফিরোজ জোয়াদ্দারের পুত্র ।
শ্রীপুর থানা পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজাপুরের চরপাড়ার বাসিন্দা সুজাত জোয়ারদ্দার (২১) বসতবাড়ির গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে গাঁজার গাছ রোপন করে যত্নে লালণ-পালন করে বড় করে তুলেছে এবং কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগি হবে
এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ এর নেতৃত্বে এসআই প্রনয় কুমার,এএসআই মিজবা উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন রাত অনুমান সাড়ে ৮টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বড় একটি গাঁজার গাছসহ বাড়ির মালিক সুজাত জোয়ারদ্দারকে আটক করতে সক্ষম হন ।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন, আটককৃত যুবক নিজ বসতঘরের পিছনে গাঁজার গাছ রোপণ করেছিল । পুলিশ সংবাদ পেয়ে গাঁজার গাছসহ তাকে আটক করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি নিয়মিত মামলা হয়েছে ।
শিক্ষাতথ্য টিভি