প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২০, ৭:৪৭ এ.এম
শালিখায় আড়পাড়া বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরার শালিখায় আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়টির সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আরোজ আলী বিশ্বাস, শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তরিকুল ইসলাম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া ।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
শিক্ষাতথ্য টিভি