অনলাইন ডেস্ক
বোরকার
বিরুদ্ধে সাতের দশক থেকে বলছি, ঘরে বাইরে আন্দোলন করছি। বোরকার সমালোচনা
আটের দশক থেকে করছি। ২০১০ সালে বোরকা নিয়ে আমার একটি লেখার কারণে মুসলমান
মৌলবাদিরা দাঙ্গা বাঁধিয়েছে কর্ণাটকে। আগুনে পুড়িয়েছে বাস ট্রাক দোকানপাট,
ভাংচুর করেছে পত্রিকা অফিস, দু'জনের মৃত্যুও হয়েছে। বোরকার নিন্দে করলে কী
ভয়ানক কাণ্ড ঘটে যেতে পারে, তা প্রত্যক্ষ করেছি। বোরকা সম্পর্কে আমার
অগুনতি রচনা পড়ে কারও কারও চক্ষু খুলেছে। কিন্তু সে তো হাতে গোনা। অগুনতি
মেয়ে আজকাল বোরকায় শরীর মুড়িয়েছে।
আজ আমি বোরকা নিয়ে মন্তব্য করার বদলে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মেয়েরা
কেন বোরকা পরছে, দোষ কার? বাংলাদেশে হাট মাঠ ঘাট দখল করে নিয়েছে ধর্ম
ব্যবসায়ীরা, দোষ কার? বাংলাদেশের ইস্কুল কলেজ অফিস আদালত দখল করে নিয়েছে
কূপমণ্ডূক ধার্মিকেরা, দোষ কার? বাংলাদেশের রাজনৈতিক দল, প্রচারমাধ্যম,
সংগঠন সংস্থা দখল করে নিয়েছে মৌলবাদিরা, দোষ কার? দোষ কি ধর্মের? ধর্ম একটা
আইডিওলজি। আইডিওলজির কোনও দোষ নেই, একে না মানলেই এ মরে যায়। সরকারের দোষ?
সরকার যেদিকে হাওয়া সেদিকে যায়। সরকারেরও দোষ ততটা নয়। দোষ তাহলে কার?