নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস
সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার প্রধানমন্ত্রী শেখ
হাসিনার কাছে ৬ দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে।
দাবিগুলো হলো: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর
উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে
এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত,
ক্ষতিগ্রস্ত মসজিদ পুনসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন
রাস্তা মেরামত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা৷
স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে
নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত
ছিলেন৷ এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে
জমা দেন৷
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন,
আমরা তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের
সদস্যরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাকে জানাচ্ছি যে, আমাদের স্বজনহারা
পরিবার এখনো প্রতিনিয়ত চোখের জল ফেলছি৷ আমাদের পরিবারের অনেকেই
সামর্থ্যহীন৷ আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে
হারিয়েছে৷ বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে৷ আমাদের
চাওয়া-পাওয়াগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন৷