মাগুরায় মঘির ডালে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মর্মান্তিক মৃত্যু।
ইমান উদ্দীন
জেলা প্রতিনিধি,
জেলা প্রতিনিধি,
যশোর মহাসড়কের মঘির ঢাল নামক স্থানে সোহাগ ও চাকলাদার পরিবহন এবং মাইক্রোবাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল সাড়ে বারটার সময় বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন মঘির ঢালে পৌঁছলে বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের মধ্যে সংঘর্ষ বাঁধলে এ দুর্ঘটনায় ঘটে।
আহতরা হলেন,সুরাইয়া খাতুন(১০)পিতা মহিদুল বড়খড়ি সদর মাগুরা,মাছুদ (৪৮)পিতা মোহাম্মাদ আলি সদর যশোর,শিরীন(৩০)পিতা সোলেমান গ্রাম মধুখালি জেলা ফরিদপুর.নুর হোসেন(৩৮)পিতা ফজলু নাভারন যশোর,মতিয়ার (৪৫)পিতা আঃ ওহেদ মনিরামপুর যশোর,তৌফিক(৩০) পিতা আবদুল ওহাব মনিরামপুর যশোর,মাধবী লতা (৩৫)পিতা অজ্ঞাত বরিশাল,নাসিম(২০)পিতা আজিজুল মাদারীপুর,প্রশান্ত (৩৫)গ্রাম ভেকুটিয়া যশোর,জয়া(৩০) আঠারখাদা সদর মাগুরা ,রুবেল(১৮)পারনান্দয়ালী মাগুরা
মাগুরা সদর হাসপাতালের ইমাজেন্সি ডাঃ ওমর প্রসাদ জানান,দুর্ঘটনার আহত রোগীদের জরুরী চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ২০ জন রোগী আমরা ভর্তি করিয়েছি। এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর। তবে এখনো রেফার্ড করি নাই। তাদের জরুরী চিকিৎসা চলছে।
মাগুরা সদর হাসপাতালের ইমাজেন্সি ডাঃ ওমর প্রসাদ জানান,দুর্ঘটনার আহত রোগীদের জরুরী চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ২০ জন রোগী আমরা ভর্তি করিয়েছি। এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর। তবে এখনো রেফার্ড করি নাই। তাদের জরুরী চিকিৎসা চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category