শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাস্তার কাজ না করে টাকা ভাগাভাগি( সওজ) ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন মাগুরা গোপালগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী পটুয়াখালী ভার্সিটির, পোস্টগ্রাজুয়েট স্ট্যাডিজ কমিটির সভা।। দুস্থ ও অসহায় মানুষের ভরসা যেন ঝর্ণা মান্নান মেমোরিয়াল ট্রাস্ট সাপাহারে জোর পূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন পটুয়াখালীর দুমকি উপজেলায়, মসজিদের ইমামের গরু লুট।। দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নওগাঁর মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Headline
Wellcome to our website...
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
/ ২ Time View
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪৭ পূর্বাহ্ন

 দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান



নন-লাইফ বীমা কোম্পানি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে
যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে এখন থেকে যেকোনো নন-লাইফ বীমা কোম্পানির
প্রধান কার্যালয় ও শাখাগুলো বিনা নোটিশে পরিদর্শন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ
জন্য সংশ্লিষ্ট বীমা কোম্পানি পূর্বে জানানোর কোনো প্রয়োজন পড়বে না।
পরিদর্শনকালে কোনো অনিয়ম দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হবে। এ
জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অধীনে গতকাল ৪টি
শক্তিশালী টিম গঠন করা হয়েছে।

Ad by Valueimpression

আইডিআরএ নির্বাহী পরিচালক (আইন) মো: সরওয়ার আলম স্বাক্ষরিত এই সম্পর্কিত
এক অফিস আদেশে বলা হয়েছে, ‘বীমা আইন ২০১০ এর ৪৯ ধারা বিধান মোতাবেক
নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রধান কার্যালয় ও শাখা রেইট
আন্ডারকাট, রেইট ভেটিং, রি-ইন্স্যুরেন্সে অনিয়ম, কমিশন এবং কর্তৃপক্ষ
কর্তৃক জারিকৃত সার্কুলারগুলোর বাস্তবায়ন অগ্রগতি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের
গঠিত কমিটির সদস্যের সমন্বয়ে চারটি টিম গঠন করা হলো।

এই টিমগুলোর জন্য তিন দফা কার্যপরিধিও নির্ধারণ করে দেয়া হয়েছে। এতে বলা
হয়েছে, গঠিত টিম বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান
কার্যালয় ও শাখাগুলো বিনা নোটিশে যেকোনো দিন যেকোনো সময় পরিদর্শন করতে
পারবে। গঠিত টিম পরিদর্শন শেষে কর্তৃপক্ষের কাছে পরীক্ষিত তথ্য-উপাত্তসহ
পর্যবেক্ষণ ও সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করবে এবং কর্তৃপক্ষের
নির্দেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত
বলবৎ থাকবে।

প্রথম টিমের দলের নেতা নির্বাচিত করা হয়েছেন মো: শাহ আলম পরিচালক
উপসচিব, মো: দিলওয়ার হোসেন ভূঁইয়া নির্বাহী কর্মকর্তা সদস্য ও মোহাম্মদ
রাশেদুল হাসান হাবিব অফিসার সদস্য।

দ্বিতীয় টিমের দলনেতা আব্দুস সালাম সোনার পরিচালক উপসচিব, হামেদ বিন
হাসান জুনিয়র অফিসার সদস্য এবং কাজী সাদিয়া আরবি জুনিয়র অফিসার সদস্য।

তৃতীয় টিমে আছেন মো: জাহাঙ্গীর আলম পরিচালক উপসচিব, দলনেতা মো: শফিকুল
ইসলাম জুনিয়ার অফিসার সদস্য এবং মো: সোহেল রানা জুনিয়রঅফিসার সদস্য।

এবং চতুর্থ টিমে রয়েছেন, মোহাম্মদ আরিফুল ইসলাম পরিচালক দল নেতা
মোহাম্মদ আবু মাহমুদ অফিসার সদস্য এবং সমীর চন্দ্র সরকার জুনিয়র অফিসার
সদস্য।

এই বিষয়ে জানতে চাইলে আইআরডিএ এক কর্মকর্তা এই প্রতিবেদকে বলেছেন,
বর্তমানে দেশের বীমা খাত একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই খাতে দুর্নীতি ও
অনিয়মের কথা বলে শেষ করা যাবে না। এই দুর্নীতি ও অনিয়ম লাইফ ও নন-লাইফ দুই
বীমা কোম্পানিগুলোর মধ্যেই রয়েছে। এখন আমরা নন-লাইফ কোম্পানিগুলো অনিয়ম
নির্ণয়ে এই টিম গঠন করেছি। এই টিম অনেকটা ঝটিকা অভিযান চালাবে এই সব বীমা
কোম্পানির অফিসে। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বীমা কোম্পানির বিরুদ্ধে
সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছি সে সব কোম্পানির অফিসেই প্রথম দিকে এই অভিযান
পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর অনিয়ম বন্ধ
করতে আইআরডিএ’র পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছিল। এরই অংশ হিসেবে
নন-লাইফ বীমা কোম্পানিগুলো তাদের দাবি, কমিশন ও বেতন-ভাতাদির টাকা নগদে
পরিশোধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধু তাই নয়, নন-লাইফ বীমা
কোম্পানিগুলো আদায়কৃত প্রিমিয়াম জমাকরণের জন্য তিনটির বেশি তফশিলি ব্যাংক
বাছাই করতে পারবে না বলে নির্দেশও দেয়া হয়েছে। তারপরও শর্ত ছিল, এই তিনটি
ব্যাংকের একটি করে মোট তিনটি হিসাবের বাইরে অতিরিক্ত হিসাব খোলা বা
পরিচালনা করা যাবে না। এখন যাদের তিনটির বেশি হিসাব (অ্যাকাউন্ট) রয়েছে
তাদের ২০১৯ সালের জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে সেই হিসাব বন্ধ করে দেয়ার
জন্য নির্দেশ দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page