ইমান উদ্দীন
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিয়াউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উপজেলার নহাটা ইউনিউনিয়নের পানিঘাটা গ্রামের পলিতা ব্রীজ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আটক জিয়া মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের মৃত তেজারত মোল্যার ছেলে।
মহম্মদপুর থানার এসঅাই রফিকুল ইসলাম জানান, প্রতারক জিয়া নহাটার পানিঘাটার কবির শেখের করা একটি মামলার আসামিদের ধরিয়ে চালান করে দেবেন বলে ২২ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগ রয়েছে।