ইমান উদ্দীন
মাগুরা
রুপসা চরের কিশোরি আখি জাতিসংঘের রিয়েল লাইফ হিরো।
বাবা মাসুদ মোল্লা খুলনায় একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায় মজুরি হিসাবে কাজ করতেন হঠাত ই একটি দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়েন বাবা, মা আনোয়ারা বেগম ও কাজ করেন চিংড়ী প্রক্রিয়াজাত কারখানায় কিন্তু দারিদ্রতার যাতাকলে পিষ্ট হয়ে সংসার চালানো দায় হয়ে পড়ে বাদ্য হয়ে বড় বোনের সাথে চিংড়ী কারখানায় কাজ করতে শুরু করে আখি । লেখাপড়া দারিদ্রের নিচে চাপা পড়ে যায় ।
কারখানায় কাজ করার সময় “জীবনের জন্য প্রকল্পের” নামক একটি সংগঠনের কর্মীর সাথে পরিচয় হয় আখির, প্রকল্পটি আখিকে সেলাই প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে আঁখিকে ওই প্রকল্প থেকে একটি সেলাই মেশিন ও কিছু থান কাপড় দেয়া হয়। শুরু হয় আঁখির পোশাক তৈরির ব্যবসা। ঘরে বসেই এলাকার লোকজনের পোশাক সেলাই করে মাসে গড়ে ৩,০০০ টাকা রোজগার করতে থাকেন আখি। টেনে হিচড়ে চলছিলো ৪ জনের সংসার কিন্তু করোনায় ওলট পালট করে দেয় সবকিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে জীবিকার পথ ক্রেতাও কমতে থাকে বন্ধ হয়ে যায় আখির ছোট্ট দোকানটি। করোনা ভহাবহতায় মাস্ক সংকটে পড়ে শহরগুলোর মানুষ ।
স্বদিচ্ছা ও কঠোর অধ্যাবসয় নিজের বাড়িতে বসেই পা চালিত সেলাই মেশিনে পোশাক তৈরির পাশাপাশি মাস্ক বানাতে শুরু করে আখি, গরিব জনগনের কাছে সেগুলো বিক্রয় করতে থাকে নামমাত্র মুল্যে , অনেককে বিনামুল্যে বিতরনের মানবিক সেবা নজরে আসে বিভিন্ন সংগঠন ও সোস্যাল মিডিয়ায় খুলনা নগরীর বাগমারার রবের মোড় এলাকার আখি তার এই কাজের স্বীকৃতি স্বরুপ লাভ করে জাতিসংঘের রিয়েল লাইফ হিরো খেতাব ।।
আখির স্বপ্ন বাস্তবায়নে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং তার স্ত্রী সারমিন সালাম তার পাশে দাড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যেই ছোট একটা গার্মেন্ট কারখানা করার মতো যন্ত্রাংশ তুলে দেয়া হয়েছে তার হাতে। শুধু তাই নয়, গার্মেন্ট স্থাপনের জন্য জমির ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গেছে। সামনে এগিয়ে নেওয়ার জন্য উপহার সরুপ প্রদান করেছেন- ৮টি বিদ্যুৎচালিত অত্যাধুনিক সেলাই মেশিন (জাকি), ৫টি পা-চালিত বাটার ফ্লাই সেলাই মেশিনসহ প্রায় পনের লাখ টাকা মূল্যমানের বিভিন্ন যন্ত্রাংশ।
জাতিসংঘ বিশ্ব মানবিক দিবস উপলক্ষে বাংলাদেশের চারজনকে “রিয়েল লাইফ হিরো” হিসেবে স্বীকৃতি দেয়। এদের মধ্যে খুলনার কিশোরী আঁখি একজন।
বাকি তিনজন তিন জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর হাসান সৈকত, ব্র্যাকের স্থপতি রিজভী হাসান।