প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৭:২১ এ.এম
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে বটতলীতে মানববন্ধন
মোহাম্মদ গিয়াস উদ্দিন চট্টগ্রাম ব্যুরো প্রধান
আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ বায়েজীদ থানা শাখা ও আন্জুমানে মুহিব্বানে রাসুল( দ:) গাউছিয়া জিলানী কমিটি- বাংলাদেশ ও গাউছিয়া হাশেমী কমিটি- বাংলাদেশ এর উদ্যোগে আল্লামা মুফতি আলা উদ্দীন জিহাদীকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্বন ও সমাবেশ হাটহাজারী রোড়স্হ জে- বটতলী বায়তুল হামদ হাশেমী শাহী জামে মসজিদ সম্মুখে শাহাজাদায়ে ইমামে আহলে সুন্নাত,আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমীর সভাপতিত্বে গাউছিয়া হাশেমী কমিটি- বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক শাহাজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দীন হাশেমীর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি ইব্রাহীম আল কাদেরী, উদ্ভোধক ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ মোদাচ্ছের হাশেমী, প্রধান বক্তা ছিলেন আন্জুমানে মুহিব্বানে রাসুল( দ:) গাউছিয়া জিলানী কমিটি- বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, বিশেষ অতিথি ছিলেন - কাযী মোতাহের হাশেমী, মাওলানা ছৈয়দ জাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা মইন উদ্দীন সমরখন্দী, মাওলানা নুরুল আলম চিশতি, মাওলানা তৌহিদ সিকদার,হাজী ইদ্রীস সওদাগর, হাজী মুহাম্মদ আলী, আব্দুস সাত্তার প্রমুখ।
শিক্ষাতথ্য টিভি