প্রাচীলের তলে চাপা খেয়ে রোমান নামে এক যুবকের মৃত্যু
মাগুরা হাজী সাহেব রোডে বাউন্ডারির প্রাচীলের তলে চাপা খেয়ে রোমান নামে এক যুবকের মৃত্যু
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা হাজী সাহেব রোডে পৌরসভার ডেরেনের কাজ করতে গিয়ে এক মিস্ত্রির ইটের দেওয়ালে নিচে চাপা খেয়ে মারা যান আশপাশের লোকজন তাকে ইট সরিয়ে সদর হসপিটালে নিয়ে যান হসপিটালে ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন মৃত ব্যক্তির মোঃ রোমান, পিতা আমিরুল ইসলাম মোয়াজ্জেম, গ্রাম আলীধানি মাগুরা সদর মাগুরা আশেপাশের লোকজনের কথার সূত্রে জানা যায় এই ড্রেনের কাজ করতে টিকাদারের অবহেলার কারণে রোমানের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে তদন্তের জন্য ওসি আশরাফুল ঘটনার স্থান তদন্ত করে আসেন এবং আশপাশে থাকা লোকজন ঠিকাদার প্রতিষ্ঠান মৃত্যুর জন্য দায়ী করেছেন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category