প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৬:৪৮ এ.এম
মাগুরায় ফায়ারসার্ভিস ও পুলিশের যৌথ মহড়া
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরায় ফায়ারসার্ভিস এবং পুলিশের অগ্নি নির্বাপনের যৌথ মহড়ার আয়োজন করা হয়। মাগুরায় ২৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ফায়ারসার্ভিস ও
মাগুরায় ফায়ারসার্ভিস ও পুলিশের যৌথ মহড়া
পুলিশের যৌথ উদ্যােগে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নি নির্বাপণের মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় উপস্থিত ছিলেন মাগুরা সিভিল ও ফায়ারসার্ভিসের স্টেশন উপপরিচালক মোঃ মাসুদ সরদার, স্টেশন অফিসার সোহাগুজ্জামান সোহাগ, স্টেশন অফিসার নুরুল ইসলাম, সাব অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং ফ্যায়ার ম্যান সদস্যরা। মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, আলফা ৩ অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ কামরুল ইসলাম এবং পুলিশ সদস্যসরা।
মহড়ায় ফায়ার সার্ভিসের অফিসার ও কর্মীরা কিভাবে একটি ব্লিডিংয়ে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে বন্ধী মানুষকে উদ্ধার করবে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করবে সেটা দেখানো হয়। এছাড়া আগুন লাগলে ভিজা বস্তা, ভিজা গামছা, বালি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, গ্যাসের সিলিন্ডার হাত ও কাপড় দিয়ে নেভানোর কৌশল দেখানো হয়।
শিক্ষাতথ্য টিভি