প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৭:৫২ এ.এম
২,৫০,০০০টাকা সহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ।
২,৫০,০০০টাকা সহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ।
৯৯৯ নাম্বারে সাইফুল নামের এক ব্যক্তি ফোন করে জানায় তিনি একটি সিএনজিতে ভুল ক্রমে একটি ব্যাগ রেখে নেমে যান যার ভেতরে উল্লেখিত নগদ ২,৫০,০০০ টাকা ও কিছু কাপড় ছিল এবং চালকের গায়ে হলুদ রঙের জামা।
এই সংবাদের ভিত্তিতে সমূদ্রে ডুবে যাওয়া নৌকা খোজার মত আমার সঙ্গীয় দুই সার্জেন্ট ইব্রাহিম ও জাকারিয়া সজীবকে নিয়ে এয়ারপোর্ট ক্রসিং এ প্রাইভেট সিএনজি তল্লাসী শুরু করেন এবং উক্ত সিএনজি ও হারানো ব্যাগ সমুদয় টাকা সহ পেয়ে যাই।
পরবর্তীতে ৯৯৯ এ যোগাযোগ করে মুল মালিককে তা ফেরত দান করেন।
বিঃদ্রঃ টাকা সহ ব্যাগ ফেরত পেয়ে তিনি আমাদের জড়িয়ে ধরেন এবং ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান।তিনি পাশাপাশি ৯৯৯ সহ আমাদের কর্তৃপক্ষকের প্রশংসা করেন।
আমার পক্ষ থেকে পুলিশ ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য সব সময় রইলো শুভ কামনা ও দোয়া।
শিক্ষাতথ্য টিভি