প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ৫:২২ এ.এম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে
মোঃ গিয়াস উদ্দিনের শোক।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সহকারী পরিচালক ও শিক্ষাতত্ত্ব টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সহকারী পরিচালক ও শিক্ষাতথ্য টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ মোহাম্মদ গিয়াস উদ্দিন বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দেশের আইন অঙ্গনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের অবদান জাতি সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শিক্ষাতথ্য টিভি