গণধর্ষণ: সাইফুর-অর্জুন ৫ দিনের রিমান্ডে
গণধর্ষণ: সাইফুর-অর্জুন ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে
গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমান ও অর্জুন লস্করের পাঁচ দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সিলেট মহানগর হাকিম আদালতের (২) বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সকালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে সাইফুরকে আর ভোরে
হবিগঞ্জের মাধবপুর অর্জুনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত
পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সঙ্গে নিয়ে
এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী সাইফুর রহমান ও
শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ
ছাত্রাবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে
স্ত্রীকে ধর্ষণ করে তারা।
ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেটকারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা
করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেটকার উদ্ধার করে।
পরে ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি
করা হয়।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে শনিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।