প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ৭:০৩ এ.এম
মাগুরায় শেখ হাসিনার জন্ম দিনের দোয়া ও করোনা টেস্ট ল্যাব উদ্বোধন
মাগুরায় শেখ হাসিনার জন্ম দিনের দোয়া ও করোনা টেস্ট ল্যাব উদ্বোধন
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরায় জেলা আওয়ামী লীগ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টা থেকে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শিখর এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাছের বাবলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল, জেলা যুবলীগের আহবায়ক জনাব ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শেখ সালাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি জনাব মীর মেহেদী হাসান রুবেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।আলোচনা সভায় বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদী দেশ পরিচালনার সঠিক নেতৃত্ব এবং বিচক্ষণতার শহিত দেশ পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে পরিপূর্ণ সুস্থ থেকে বাংলাদেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আমজাদ হোসাইন।এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাগুরাবাসী কে উপহারস্বরূপ করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য পরীক্ষাগার (ল্যাব) চালু করা হয়। সোমবার সকাল ১০টার দিকে শহরের ভায়না মোড়ে টিবি ক্লিনিকে এই ল্যাবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।
শিক্ষাতথ্য টিভি