ইভটিজার আটক সাজা ভ্রাম্যমান আদালতে।
ইভটিজার আটক করলো কুন্দারহাট হাইওয়ে পুলিশ, সাজা ভ্রাম্যমান আদালতে।
গতকাল 08-10-2020 তারিখ বিকেল 17.30 ঘটিকায় বগুড়া – নাটোর সড়কের গোহাইল নামকস্থানে বগুড়ার লোকাল বাসের যাত্রী জাকির (40) পিতাঃ গাফফার আলী, সাং দুবলাগাড়ী, থানাঃ শেরপুর, বগুড়া একই বাসের মহিলা যাত্রীকে ইভটিজিং করে। সংবাদ পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ উক্ত ইভটিজারকে আটক করে। অতিঃ পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন স্যারকে অবহিতকরে উক্ত ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category