ওসি ফিরোজ তালুকদারকে ভুল বুঝে ফেসবুক ও অনলাইনে সংবাদ প্রকাশ…
কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদারকে ভুল বুঝে ফেসবুক ও অনলাইনে সংবাদ প্রকাশ…
ময়মনসিংহ কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদারকে ভুল বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়, সংবাদে বলা হয় ময়মনসিংহ ছাত্র অধিকার পরিষদ এর নেতাকে রেগে মারতে গেলেন কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার ।
এ ঘটনার ব্যাপারে ওসি’র কাছে জানতে চাইলে তিনি বলেনঃ করোনাকালে মিছিল-মিটিং সরকারিভাবে বন্ধ থাকার ফলে, গোপন ভাবে আমাকে ফোন করে জানানো হয় ছাত্র পরিষদ নেতা কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছে, আমি কোতোয়ালীর ওসি হিসেবে তাদেরকে প্রথমে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথায় সাড়া না দিয়ে আমি এবং আমার পুলিশের ওপর চড়াও হতে থাকে, এক পর্যায়ে আমি বুঝিয়ে বলার পরেও যখন দেখলাম তারা আমার কথা মানছে না, ঠিক তখনই আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে ও ভয়াবহ করোনা মহামারীতে সাধারণ জনগণের কথা চিন্তা করে রাগান্বিত হয়ে তাদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছি, যারা বলছে ছাত্র পরিষদের নেতাদের আমি মারতে গিয়েছিলাম তারা জানে না, এ ছাত্রগুলো আমার সন্তান আমাদের সন্তান, কাজেই তাদের মারতে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বন্ধ করতেই আমি তাদের দিকে একটু রাগান্বিত হয়ে ছিলাম এ ছাড়া আর অন্য কিছু নয় ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category