প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ৮:২৯ এ.এম
মাগুরায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
মাগুরায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা শ্রীপুরের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল টিমের সদস্যদের মধ্যে মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও শ্রীপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ১৫টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের পত্নী প্রফেসর ড, নাসরিন আখতার৷
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুলতানা শিরিন,স্হানীয় সরকারের উপ পরিচালকের পত্নী ও মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, মাগুরার পৌর মেয়র পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ সেলিনা আকবরি, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না।
শ্রীপুরের সহকারী কমিশনার( ভূমি) হাসিনা মমতাজের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর ,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন, পিটিএ কমিটির সভাপতি মোঃশাহাজান আলী লিটন, গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দেব জ্যোতি। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের১৫ জন ফুটবল খেলোয়াড় ছাত্রীদের মাঝে ১৫টি সাইকেল বিতরণ করা হয়।
শিক্ষাতথ্য টিভি