চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শরীরে করোনা ভাইরাসের
সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষাশেষে রাত
১০ টায় তাঁকে পজেটিভ রিপোর্ট দেয়া হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নুর খান আজ বাসস’কে জানান, ‘৭
অক্টোবর স্যারের ১০০ ডিগ্রির মতো জ্বর আসে। গতকাল তিনি ও তাঁর স্ত্রীর
নমুনা করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এতে তাঁর রিপোর্ট পজেটিভ এবং তাঁর
স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।’
নুর খান বলেন, ‘রিপোর্টের খবর শুনেই স্যারকে পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। জ্বর কাশি বা অন্য কোনো
উপসর্গ নেই। তারপরও বয়সের বিষয়টিকে মাথায় রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত
নেয়া হয়েছে।’