– টেকনাফে দুই মাদক ব্যবসায়ীকে আটক
কক্সবাজার- টেকনাফে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন (ডিএনসি)
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কক্সবাজারের টেকনাফে ৪১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ অভিযানে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ওই এলাকার সিরাজ মিয়ার পুত্র আব্দুর রহমান ও একই এলাকার ইউনুছের ভাড়াটিয়া এবং কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার আবদু শুক্কুরের ছেলে মোঃ সেলিম টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা জানান পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় পৃথক অভিযান চালিয়ে আব্দুর রহমানকে ৯০ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে একই এলাকায় ইউনুছের ভাড়া বাসা থেকে ৩২০ পিস ইয়াবাসহ মোঃ সেলিমকে আটক করা হয় আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category