প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২০, ১:১৩ পি.এম
তিনজন চোর হতে২ চোর আটক
মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাজিয়ারা গ্রামে তিনজন চোর হতে২ চোর আটক
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা জেলার পৌরসভার ১ নং ওয়ার্ড সাজিয়ারা গ্রামের তিনটি ছেলে মোটরসাইকেল যোগে নড়িহাটি গ্রাম থেকে মাঝে মাঝে ছাগল রাজহাঁস চুরি হয়ে যায় দুদিন আগে একটি ছাগল মোটরসাইকেল এর মাঝখানে বসিয়ে দিনে দুপুরে চুরি করে নিয়ে যায় এলাকাবাসী ওই তিনটি চোর ছেলের নজরে রাখে ছেলেদের নাম এক (১) সাইদুল ইসলাম(১৫) পিতা আক্কাস মোল্লা গ্রাম সাজিয়ারা(২) শিয়ামুল ইসলাম(১৬) পিতা শহিদুল ইসলাম গ্রাম সাজিয়ারা (৩) হাসান (১৬)পিতা শরিফুল গ্রাম সাজিয়ারা আজকে তারা আবার নড়িহাটি গ্রামে ঢুকে দশ-বারোটা রাজহাঁস চুরি করবার জন্য হাঁস ধরতে থাকে এবং হাস মালিক সেটা দেখে ফেলে এবং চোর চোর বলতে থাকে পরে তারা একটি রাজহাঁস নিয়ে মোটরসাইকেল যোগে গ্রাম থেকে বের হয়ে যায় পরে গ্রামের লোকজন তাদেরকে ধাওয়া করতে থাকে পরে তারা রাজহাঁস মাগুরা শহরের ভায়না কাঁচাবাজারে সামনে হাঁস বিক্রি করতে আসে পরে হাঁস মালিকেরা দুজনকে ধরে ফেলে বাকি একজন পালিয়ে যায় এবং তাদের মাগুরা সদর থানা পুলিশ হেফাজতে দেওয়া হয় এবং তাদের বয়স দেখে মানবিক কারণে তাদের মা বাবার সাথে আলোচনা সাপেক্ষে থানা থেকে মুচলেকার মাধ্যমে তাদের মা-বাবার হাতে দেওয়া হায়
শিক্ষাতথ্য টিভি