গুজব
সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে সরকার। তাদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার রাতে সরকারের এক তথ্য
বিবরণীতে এ কথা বলা হয়।
বাংলাদেশ সরকার
এ ছাড়া গুজবে কান না দিতে সরকারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ওই তথ্য বিবরণী
এতে বলা হয়, জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে যে, তারা যেন কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেন।তথ্য অধিদপ্তর
তথ্য
বিবরণীতে আরো বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীকে তা অবিলম্বে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
যারা গুজব সৃষ্টি করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে
বদ্ধপরিকর।