ভালোবাসা
কি কখনো মরে যায়? বাংলা ভাষার শক্তিমান কবি জসিম উদদীন দেখিয়েছেন, কীভাবে
মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না। দাদু ত্রিশ বছর দাদির কবরকে চোখের জলে
ভালোবাসা দিয়ে ভিজিয়ে রেখেছেন। বাংলা ভাষার আরেক কবি জীবনান্দ দাশ বলেছেন,
ভালোবাসা মরে যায়, যেমন কোটি কোটি বছর পর একদিন নক্ষত্রকেও মরে যেতে হয়।
সত্যি
বলতে, ভালোবাসা মরে না, আবার না মরেও থাকে না। অর্থাৎ, কোনো কোনো মানুষের
ক্ষেত্রে এমন হয় যে, আগে যাকে ভালোবেসেছি বলে মনে হয়েছে, এখন আর তাকে ভালো
লাগছে না। তার উপস্থিতি সহ্য হচ্ছে না। তাকে নিয়ে ভাবলে মনের গহীনে আনন্দের
অনুভূতি হয় না।
সম্পর্ক বিশ্লেষক এবং মনোবিজ্ঞানীরা ভালোবাসা মরে যাওয়ার কয়েকটি লক্ষণ দেখিয়েছেন। আসুন সেগুলো জেনে নিই।
১. কারণ ছাড়াই সঙ্গীকে অসহ্য লাগছে। আপনি চান না তবুও তার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেন, কথায় কথায় কটু কথা শোনান।
২. সঙ্গীর জন্য আগে উপহার কিনতেন, এখন আর কিনতে ইচ্ছে হয় না।
৩. সঙ্গীর সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, কিন্তু আপনার মন অন্যদিকে পড়ে আছে।
৪. এখন সঙ্গীর গায়েও হাত তোলেন!
৫. সামান্য ব্যাপারেও কঠোর শাস্তিস্বরূপ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
৬. ছোটখাটো ব্যাপারে দ্বন্দ্ব লেগে যাচ্ছে দু’জনের মধ্যে।
৭. সঙ্গী পাশে, তবু মনে হচ্ছে আপনি একা।
৮. সঙ্গীকে কোনো কিছু করতে বাধ্য করা।
৯. সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখার হীন মানসিকতা।
১০. সঙ্গীকে বড্ড অবিশ্বাস করা। কথায় কথায় দোষ ধরা।
এই
কারণগুলো প্রমাণ করে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা কমে গেছে। এক্ষেত্রে
বিশ্লেষকদের পরামর্শ হলো, নতুন করে শুরু করুন। সঙ্গীর প্রতি আপনার নেতিবাচক
দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন।