ঝিনাইদা
হাটগোপালপুরে আমাদের বিশ্ব নবীর নামে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো
কাটুন ছবি বানানোর প্রতিবাদে সাধারণ জনতার গণমিছিল
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
আজ ঝিনাইদা হাটগোপালপুর বাজারে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর
নামে ফ্রান্সের প্রেসিডেন্ট নাস্তিক ম্যাক্সে।
যে সমস্ত কাটুন ছবি এবং
অনৈতিক কথাবার্তা বলেছেন। এর জন্য আজ ঝিনাইদা হাটগোপালপুর বাজারে সাড়ে
চারটার দিকে হাটগোপালপুর এ শহর এবং গ্রাম অঞ্চল থেকে হাজার হাজার মুসলমান
ভাইয়েরা বিশ্বনবীর জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের নামে গণমিছিল, এবং নিন্দা
জানিয়ে একটি প্রতিবাদ মিছিল ঝিনাইদা হাটগোপালপুর মোড় হতে চৌরাস্তা
মোড়ে অবস্থান করে। এবং সেখান ১ঘণ্টা প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের
প্রেসিডেন্টের নামে ঝিনাইদা জেলার মুসলমান ভাইয়েরা প্রতিবাদী বক্তব্য
দিয়ে থাকেন, এবং মিছিলটি বাজারের সমস্ত দোকানের সামনে দিয়ে প্রতিবাদ করতে
করতে হাট গোপালপুর কলেজ মরে গিয়ে শেষ করেন। তারপর ফ্রান্সের সমস্ত পণ্য
যে সমস্ত দোকানে কেনাবেচা হতো যেমন ঔষধ,কসমেটিক্স, খেলনা সামগ্রী এবং
বিভিন্ন পণ্য হাটগোপালপুর বাজারের দোকানদারেরা সেগুলি রাস্তায় ছিটকে ফেলে
দেয়। আমাদের বিশ্ব নবীর কার্টুন ছবি এবং বিভিন্ন অনৈতিক কথা বলার জন্য
ঝিনাইদা জেলা তে ফ্রান্সের পণ্য সামগ্রী বৈকট করা হয়েছে।