কুমিল্লা
র্যাব-১১এর অভিযানে শাহরাস্তি ও কচুয়ায় লাইসেন্স বিহীন ইন্টারটের বিপুল
পরিমাণ সরঞ্জামসহ আটক-৩
এম আর রানা
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল
০৫নভেম্বর বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন জগতপুরের ‘রয়
অনলাইন’এবং শাহরাস্তি থানাধীন সূয়াপাড়া খাদ্য গুদাম এলাকার ‘ডিজা অনলাইন
এন্ড ‘ঝইঝ’নামক প্রতিষ্ঠানে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান
চলাকালে লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট এর (অবৈধ ওঝচ) সেবা প্রদানের অভিযোগে
বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ তিনজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।এ সময়ে
তাদের নিকট থেকে অত্যাধুনিক ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ০১টি কি-বোর্ড, ০১টি
মাউস, ০৩টি মাইক্রোটিক রাউটার, ০২টি ল্যাপটপ, ০৩টি ওএলটি, ০৩টি ইন্টারনেট
রাউটার, ০২টি ওয়াকিটকি সেট, ১৫টি মিডিয়া কনভার্টার এবং ০৩টি মাইক্রোটিক
সুইচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার
জগতপুর গ্রামের রেজাউল মাওলা এর ছেলে তমাল হোসেন @ রাজিব (৩৪), চাঁদপুর
জেলার শাহরাস্তি থানার বলশীদ গ্রামের মৃত মাওলানা আব্দুল হাই এর ছেলে দিদার
হোসেন পাটোয়ারী (৫২), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বাততলা গ্রামের
মাওলানা হুমায়ুন কবির এর ছেলে মাহমুদুল হাসান @ বাবু (২৬)। গ্রেফতারকতৃরা
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২কে জানায়-
তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর জেলার কচুয়া ও শাহরাস্তি থানার বিভিন্ন গ্রামে
লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট সেবা (অবৈধ ওঝচ)প্রদান পূর্বক সরকারের কর
ফাঁকি দিয়ে বিভিন্ন সময় গ্রাহকদের নিকট হতে অর্থ হাতিয়ে নেন। কুমিল্লা
র্যাব সিপিসি-২ এর উক্ত অভিযান বিষয়ে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস
সাকিবের সাথে কথা বললে তিনি জানান-লাইসেন্স বিহীন অবৈধ ইন্টারনেট
ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া ও শাহরাস্তি থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহন করা হয়েছে।