মাগুরা
শ্রীপুরে সবদালপুর বাজারে এক ইয়াবা ব্যবসায়ী ডিএনসির হাতে আটক
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা শ্রীপুরের সবদালপুর বাজার হতে ডিজিটাল মাদক ব্যবসায়ীকে ৩০০ পিচ
ইয়াবাসহ মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ( ডি এন সি) ওসি মোঃ আব্দুর
রহিম বিজয় এর নেতৃত্বে আটক করেন। ডিজিটাল মাদক ব্যবসায়ী হলেন পলাশ হোসেন
কাজল(২৬ ), পিংঃ- আব্দুল গফুর মোল্লা,
গ্রামঃ- আমতৈল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অভিযানে পলাশ হোসেন কাজল এর বডি
থেকে১০০পিচ এবং তার কাছে থাকা মোটরবাইকে ২০০ পিচ সর্বমোট ৩০০ পিচ ইয়াবাসহ
আটক করে মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। এবং তার কাছে থাকা ইয়াবা অন্য
লোকেদের কাছে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। এবং আসামিকে নিয়মিত মামলা
দায়ের করে তাকে জেল
হাজতে প্রেরণ করেন।