প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ১১:৩৬ এ.এম
স্বপ্ন নিয়ে অজানা কিছু কথা
বপ্নে কি দেখলে কি হয় ? Meaning of Dreams...
এখানে সর্বমোট ৫৫ টি স্বপ্নের মানে বর্ণিত রয়েছে এবং এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে স্বপ্ন সিদ্ধান্ত নামের পুস্তকটি থেকে এবং কিছু তথ্য সংগৃহীত হয়েছে ইন্টারনেট এবং কিছু জ্যোতিষ শাস্ত্রজ্ঞ পন্ডিতের কাছ থেকে ।
ঘুমের মধ্যে আমরা সকলেই কম বেশি স্বপ্ন দেখে থাকি । অনেকে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হেসে উঠে আবার অনেক সময় কোনো ভয়ানক স্বপ্ন দেখলে ভয়ে ঘুম ভেঙে যায় । অনেকে মনে করেন স্বপ্নের কোনো বাস্তবিকতা নেই আবার কেউ কেউ মনে করেন স্বপ্ন দেখা ভালো । তবে কি ধরণের স্বপ্ন দেখা বাস্তব জীবনে মঙ্গলজনক আর কি ধরণের স্বপ্ন অমঙ্গলজনক সেটা হয়তো আমরা জানি না ।
নানান স্বপ্নের নানান রকমের ব্যাখ্যা রয়েছে । স্বপ্নের অনেক বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও রয়েছে । আজ আপনারা জানবেন স্বপ্নে কি দেখলে কি হয় বা কোন স্বপ্ন আমাদের বাস্তব জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে । তো চলুন জেনে নেওয়া যাক কি স্বপ্ন দেখলে কি হতে পারে।
১) সাপ - স্বপ্নে সাপ দেখার শুভ ও অশুভ দুই ফলই রয়েছে । স্বপ্নে যদি দেখেন সাপ আপনাকে কামড়ে দিয়েছে তাহলে এর মানে হলো আপনার সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে । আর যদি দেখেন সাপ আপনার সামনে বসে আছে কিন্তু আপনাকে কামড়ায় নি তাহলে আপনার জীবনে ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে ।
২) উপর থেকে পড়ে যাওয়া - স্বপ্নে যদি দেখেন আপনি উপর থেকে নিচে পরে যাচ্ছেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা রয়েছে । এই স্বপ্ন অর্থ নাশেরও সংকেত দেয় । এরকম স্বপ্ন দেখলে একটু সাবধানে থাকবেন ।
৩) বিড়াল - স্বপ্নে বিড়াল দেখা খুব একটা শুভ নয় । স্বপ্নে যদি আপনি কালো বিড়াল দেখেন সেটা খুবই অশুভ । এই ধরণের স্বপ্ন দেখলে আপনার খুব বড় ক্ষতি হতে পারে । এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে । কিন্তু সাদা বিড়াল দেখা শুভ বলে মনে করা হয় । সাদা বিড়াল দেখলে আপনার সন্তানপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।
৪) মুরগি - স্বপ্নে কালো মুরগি দেখলে আপনার পড়াশোনায় বাধা আসতে পারে বা শরীর অসুস্থ হতে পারে এবং যদি স্বপ্নে মুরগির ডিম দেখেন তাহলে আপনার ঘরে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ।
৫) স্নান করা - স্বপ্নে স্নান করা দেখার অর্থ হলো আপনার পরিবারে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে তা মিটে যাবার সংকেত ।
৬) ঘুরতে যাওয়া - স্বপ্নে যদি দেখেন আপনি আপনার বন্ধুবান্ধব বা পরিবারের লোকের সাথে ঘুরতে গেছেন তার মানে হলো আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন আর যদি দেখেন আপনি একা কোথাও ঘুরতে যাচ্ছেন তার মানে আপনার শত্রূ আপনার আশেপাশে রয়েছে । সাবধানে থাকুন ।
৭) জলে পরে যাওয়া - স্বপ্নে যদি দেখেন আপনি জলে পরে গেছেন তার মানে কোনো বিপদ আসতে চলেছে আপনার জীবনে । যদি দেখেন জলে পড়ে গেছেন কিন্তু জ
শিক্ষাতথ্য টিভি