মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে গ্রাম্য গ্যাঞ্জামের সূত্র ধরে গতরাতে মোঃ জাকির হোসেন লিটন (৫৫) তার গলা কেটে এবং পায়ের রগ কেটে দিয়ে যাই এবং জাকির হোসেন লিটনকে মাগুরা ২৫০ সর্যা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা রত অবস্থাতেই তার মৃত্যু হয়। মৃত জাকির হোসেন লিটনের লাশ সদর হসপিটালের মর্গে আছে।