বর্তমানে
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন শুভম৷ ইসলাম
ধর্মের গভীরে গিয়ে তাকে জানার জন্যই তিনি এই বিষয়টি বেছে নিয়েছেন বলে
দাবি মেধাবী এই ছাত্রের৷ ভবিষ্যতে আমলা হিসেবে দেশসেবা করতে চান শুভম৷
ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষাতেও
তাঁর সুবিধে হবে বলে মনে করেন শুভম৷
শুভম
বলেন, 'ইসলাম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে৷ আমার মনে হয়, এই
ধর্মটিকেই সবথেকে বেশি ভুল বোঝে মানুষ৷ বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম
নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন৷ আর তা থেকেই এই বিষয়ের উপরে স্নাকোত্তর
করার কথা আমার মাথায় আসে৷ ব্যক্তিগত ভাবে বলতে পারি, ধর্মীয় মেরুকরণের এই
পরিবেশে আমি দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চাই৷'
শুভমের
বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ৷ শুভম জানিয়েছেন, ইসলামিক স্টাডিজ
নিয়ে পড়তে তাঁর বাবাও তাঁকে উৎসাহ দিয়েছেন৷ তবে প্রায় ২ বছর পড়াশোনার
জন্য কাশ্মীরে গিয়ে থাকতে হবে ভেবে কিছুটা উদ্বিগ্ন শুভমের বাবা-মা৷ দেশের
মধ্যে যে ১৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, তার অধীনে থাকা
কাশ্মীরের কলেজগুলিতেই ইসলামিক স্টাডিজ পড়ানো হয়৷ শুভম অবশ্য জানাচ্ছেন,
তিনি এর আগে কাশ্মীরে গিয়েছেন৷ সেখানকার মানুষও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ৷ ফলে
কাশ্মীরে থেকে পড়াশোনা করতে অসুবিধে হবে না বলেই আশাবাদী ওই ছাত্র৷
২০১৭
সালে পেহলু খান নামে এক গবাদি পশুর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়
রাজস্থানের আলওয়ারে৷ সেই আলওয়ারের ছাত্র শুভম সাম্প্রদায়ির সম্প্রীতির
বার্তা ছড়িয়ে দিতে ইসলামকে জানতে চায়৷