মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা পুলিশ সুপারের নির্দেশক্রমে প্রতিদিনের মত মাদকের বিরুদ্ধে সাঁড়াশি
অভিযানের ধারাবাহিকতায় আজ মাগুরা(ডিবি) পুলিশ কর্তৃক ১৭/১১/২০২০ তারিখ
সন্ধ্যা ৭:১৫ মিনিটের সময় মাগুরা সদর থানাধীন ভায়না টিবি ক্লিনিকপাড়াস্থ
জনৈক মোঃ মোর্শেদ মোল্যা, পিতা-মৃতএুু মহাসিন মোল্লার চায়ের দোকানের সামনে
হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে আসামী ১।
মোঃ রবিউল শেখ
রুবেল(২৬)পিতা-আকরাম শেখ সাং-রুইজানি(চররুইজানি), থানা-মহম্মদপুর, ২। মোঃ
আরিফুজ্জামান আরিফ(৪৩), পিতা-মৃত নুরুজ্জামান, সাং-দাসনা (দক্ষিনপাড়া),
বর্তমান সাং-ষ্টেডিয়ামপাড়া(বনবিভাগের সামনে), থানা-মাগুরা, জেলা-মাগুরা দুই
জনের কাছ থেকে ৬০(ষাট)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাহাদের
বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।