কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলায় ইউএনও'র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ। নির্দোষ ইমাম কে
কারাদণ্ড!
মোঃ সালেহ উদ্দিন রাসেল -কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা উত্তর ইউনিয়নের শোভানগর গ্রামের
হানিফ মিয়ার মেয়ে মিনা আক্তার (১৬)কে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোনে ভিডিও
কলের মাধ্যমে বিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা হানিফ মিয়াকে ৫০,০০০টাকা
জরিমানা এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেব কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা
হয়। নির্দোষ ইমাম সাহেবকে কারাদণ্ড প্রদান করায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ
দেখা দিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জোড়
পূর্বক বিয়ে দেয়ার অপরাধ মেয়ের বাবার এবং স্থানীয় কাজী সাহেব ১৮বছরের কম
বয়সী মেয়ের কাবিন লিখে আইন লঙ্ঘন করেছেন কিন্তু ইমাম সাহেবকে বিনা অপরাধে
ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও সাহেব। কারাদণ্ড প্রাপ্ত মসজিদের ইমাম
মাওলানা ইমাম হোসেনের পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন নির্দোষ ইমাম
হোসেনের শাস্তির রায় পুনর্বিবেচনা করে শাস্তি মওকুফ করে অবিলম্বে মুক্তির
দাবি জানিয়েছেন।